কেমন করে আমার দেশে
না খেয়ে লোক থাকে
কেমন করে বুঝাই আমি
আমার বাংলা মাকে?


সারি সারি হোটেলগুলো
কানায় কানায় ভরা
তারি পাশে হাড় গোনা লোক
শুধুই অশ্রু ঝরা!


ধান ফসলের এই দেশেতে
নদী ভরা মাছ
মনের মত আবহাওয়া তার
ফল- ফলাদি, গাছ।


ধনীর সংখ্যা কম দেখি না
শিল্পপতি বেশ
তারি মাঝে কেমন করে
এমন রেষারেষ?


করে কেউ যা অপচয়  
তা-ই কারও চাওয়া
ক্ষুধার জ্বালায় গলায় দড়ি
যাচ্ছে তাও পাওয়া।