ছোটবেলায় ভেবেছি আমি, হব বিজ্ঞানী
নব নব আবিস্কার করব আমি।
একটু বড় হতেই ভাবতে থাকি,
এখন আমি কি হব,
কোনও লক্ষ্য নাই রে।


বয়স যখন দশ বছর,
ভেবেছি সুন্দর দেশ গড়ব
স্বচ্ছতায় পরিপূর্ণ করব।
বয়স বারো হতেই ইচ্ছেগুলো বদলায়,
এখন মন চায় শিক্ষক-ই হব
আর ছাত্র পেটাব।
তের হতেই নতুন এক ইচ্ছা,
কবি আমি হবই, এই প্রতিজ্ঞা।
চৌদ্দ বছর বয়স যখন সব ইচ্ছে মাটি,
এখন আমি কি করব, তাই শুধু ভাবি
হ্যাকার হওয়ার স্বপ্ন দেখি।
পনের বছর বয়সে গিয়ে প্রতি মাসেই-
লক্ষ্য বদলাই, স্বপ্ন দেখি বেশি।
কখনো ফটোগ্রাফার, কখনো গায়ক হব,
সময়ে সময়ে ডিজাইনার, কখনো বা প্রোগ্রামার,
হঠাৎ করেই আবৃতিকার, কখনো উপস্থাপক,
কখনো আবার আরজে হব,
বড় এক বক্তা হব,
ইচ্ছা আছে নেতাও হব।


তাই আমি দ্বিধায় ভুগি কখন আমি-
পূরন করব কোন ইচ্ছাটি।
কোনটাই বা বেছে নিব
জীবনের লক্ষ্য এখন আমি।


পনের বছরের স্বপ্নগুলো এমনই সবগুলি,
খুঁজে পাই না জীবনের সঠিক লক্ষ্যটি।


সর্বশেষ স্বপ্ন আমার
ভালো এক মানুষ হবো,
জীবনকে রঙিন করব আমি।


শুক্রবার
২১ জুলাই ২০১৭