সবুজ শ্যামল, প্রিয় দেশ
আমাদের দেশ, বাংলাদেশ।


কোটি কোটি শহীদের দেশ ।
পরম সুখ আর উল্লাসে আবেশ
আমাদের দেশ, বাংলাদেশ।


যেথায় পাখি উড়ে  ঝাকে ঝাকে,
যেথায় নদী চলে  বাকে বাকে,
যেথায় ঘুম ভাঙ্গে পাখির ডাকে।
এই প্রিয় দেশ,
আমাদের দেশ, বাংলাদেশ।


যেথায় কৃষাণ ফলায় ফসল,
যেথায় বায়ু দোলায় ফসল,
দোলে যেই প্রান্তে মন ও
থাকা যায় না দূরে কখনো,
যেথায় গেলে পরম শান্তি
থাকে না তো কোন ক্লান্তি।
মানুষ ভুলে সকল দুঃখ।
এই প্রিয় দেশ,
আমাদের দেশ, বাংলাদেশ।


লাখো শহীদের রক্তে গড়া
লাখো মানুষের জীবন দ্বারা।
দেশের তরে শহীদ যারা,
হত না স্বাধীন যাদের ছাড়া।
দেয়নি যারা জীবনের মূল্য,
হয়না তারা কারও তূল্য
তাদের হাতে গড়া
এই প্রিয় দেশ,
আমাদের দেশ, বাংলাদেশ।


সৌন্দর্য্য দেশের আজীবন দেখলেও
সারা জীবন বসে লিখলেও
শেষ হবে না দেখা,
শেষ হবে না বলা,
শেষ হবে না লেখা,
তাই শুধু বলতে চাই, অপরূপ তুমি বাংলা।