নাম তার চিড়িয়াখানা
তার মানে পশুখানা!
জনগণ বলে আধুনিক নাম
খারাপ না- পশুর বদলে চিড়া
হয়েগেল চিড়া-খানা!
কিছুকাল আগেই গিয়েছিলাম সেখানে-
মিরপুর চিড়িয়াখানাতে,
ঘুরেছি তার প্রত্যেক কোনাতে।


দেখেছি কত অজগর, তার সাথে কোবরাকে।
উল্লুক, বাদর তাছারাও পুকুরে কুমির-কে।
বনের রাজা সিংহ
ছুয়ে দেখেছি আমরাও।


ঘুরেছি তার মসজিদে যেখানে
যোহরের নামাজ পরেছি পাঁচ-ছ জনে।
খেলেছি ছোটাছুটি করে পার্কে
যেখানে ব্যায়ামও করেছি হেসে হেসে।


শালিক, টিয়া, ময়না পাখি
দেখেছি তারই একটু পাশে।
উটপাখি আর জিরাফ দেখে
পরান জুরায় আমারও যে।
হাতি দেখেছি বড়সড়
উঠেছি তার পিঠেতে।


দেখেছি এক কাঠবিড়ালি,
হরিণ দেখতে গিয়ে আমি।
দেখলাম এক ক্যামেরা ম্যান
বুড়ো ব্যাটার মাথায় টুপি!
আমরা বসে ভাব্তে থাকি-
সে কি আবার টাক নাকি!  
ঘোড়ার ছবি তুলছে
আর উঁকি-ঝুঁকি মারছে।


সে ভাই খুব গরম
সব কিছুই চরা দাম।
দশ টাকার জিনিস
পঁচিশ টাকায় কিনি।


হাঁটি আর খাই আইসক্রিম
সাথে দেখি কুমির
তার পাশেই বড় এক গণ্ডার।


মজায় মজায় কাটল
বন্ধদের সাথে সকাল-বিকাল।
হৈ হুল্লোর হৈ হুলোর।


মঙ্গলবার
২৭ জুন ২০১৭