ডায়েরির শেষ পাতা
মানেই এই ডায়েরী শেষ
অন্য ডায়েরিতে শুরু হবে লেখা।


শুরুর পাতা লিখতে মজা
শেষের পাতা অশ্রুতে ভেজা
মনে হয় যদি ভুলে যাই,
এই ডায়েরির স্মৃতি কথা।
শুরুর দিকে ফাঁকা ফাঁকা লিখা
পাতাও কিছু মাঝে মাঝে ফাঁকা।
শেষের দিকে চাপিয়ে লিখা,
দেখে মনে হবে
আস্তাকুর থেকে তুলে আনা।


এই ডায়েরিতে লিখেছি কিছু কবিতা
যা দিয়ে ইচ্ছা আছে পাণ্ডুলিপি করব একটা।


শেষ পাতায় লিখছি এই কবিতা
এখন যদি শেষ হয় পাতা
হবে এক মহা ঝামেলা।
কষ্টও হবে কিছুটা।


ডায়েরি শেষ তাতে কী
ভাবছি কিছুদিন কোণায়-
কোণায় লিখব পঙক্তি মালা।


সোমবার
২৬ জুন ২০১৭