ভোরের আলোয় মুখটি তোমার-মাখামাখি


তবুও কাল ভোরের এক দুঃস্বপ্নে এখনো তোমায় দেখা যায়।
দূরের মেঘের উপরে পাহাড়, সেখানে তুমি আর দৃশ্যত-অদৃশ্য মানবটি
পিছন থেকে দেখা যায়, বড় বড় চুল-মেয়েদের চেয়ে ছোট কালো চুল,
ছেলেটা স্মার্ট - পিছনের দেখে ভাব।
স্বর্গ পুরুষ পেয়েছ তুমি, তাই ভ্রমরের ন্যায় আচরনটাই করলে?
অসমাপ্ত ফুল-ভ্রমরের ইতিহাস তুমি লিখলে!...


শনিবার
২৮শে অক্টোবর ২০১৭