শেষ বিকেলের আলোয় মৃদু হাসি, মহৎ লাগলো।
হয়তো আমার জন্য দেওয়া শেষ হাসি।


যখন ছিলে চিরদিনের তখন ছিল অন্য হাসি,
যেই হাসিকে ভালবাসি।


একটি হাসি,
রহস্য, মায়া, ভালোবাসার ছোয়া ছিল। সেই হাসি আমার জন্য কেউ আর হাসবে না।


এটাই মনে রাখব আমি।


শনিবার
২৩ সেপ্টম্বর ২০১৭
মিরপুর, ঢাকা।