ঘরে ঘরে হিন্দি সিরিয়াল চলে
মাঝে মাঝে তা নিয়ে ঘর-বাড়িতে
ঝগড়া-ঝঞ্ঝাটও বাঁধে।


হিন্দি সিরিয়ালকে কেন্দ্র করে শাশুড়ি-বউ মারামারি করে।
বর্তমানের পরিবেশ এত ভয়ঙ্কর যে
মা রাধে আর হিন্দি সিরিয়াল দেখে,
বাচ্চা বিছানায় শুয়ে কাঁদে।


বাংলার কথা বললে পরে
রেগে এসে শুধু বলে-
বাংলা নাটক ভাল না দেখতে ইচ্ছা নাহি করে।
মায়েরা যেই কিনা হিন্দির কথা শুনে
রিমোট নিয়ে সোফায় বসে পরে।
সিরিয়াল দেখে আর নানান রকম মন্তব্যও করে।
সিরিয়াল সব শেষ, মায়েরা শান্ত বেশ
ঘরে বজায় থাকে আনন্দের রেশ।


নাটকে নাকি গন্ধ, তাই বাংলা চ্যানেল বন্ধ।
হিন্দি চ্যানেলের নাম কিরে বাপ-
শুনেই মনে জাগে দন্দ।
এসব কথা শোনার জন্যে,
হিন্দি সিরিয়াল দেখার জন্যই কি
বাঙালীরা যুদ্ধ করেছিল?


তাই চলো আবার বলো আবার-বারবার বলো
“বীর বাঙালী রিমোট ধরো,
হিন্দি সিরিয়াল বন্ধ করো।”