কাক কা কা করে,
কাকের বুদ্ধি নাই রে।
কোকিল সে বহুত চালাক-
কাকের বাসায় ডিম পারে।
কাক বুঝতেও না পারে।


ভোরের বেলা কাক সে তার
ইচ্ছে মতো- রাস্তার ধারে
               বাড়ির পাশে
               মাথার উপর,
আপন মনে কা কা করে।


কাকের করে না কেউ কদর,
কারন কাক একটু পাগলামিও করে।
পাগলামি নয় যেমন-তেমন,
আবর্জনায় এলাকা নষ্ট করে ফেলে।


মাঝে মাঝে কাক জাতীয় সম্মেলনও ডাকে
সম্মেলনে করছে তারা আলোকপাত-
বর্তমানের আমলাতন্ত্র নয়ে।


দুপুরবেলা ভীষন রোদে ছাদের উপর,
একা আমি বসে-মাথার উপর
এক বৈদ্যুতিক মিটারও দেখি আছে।
হঠাৎ, শুনতে পেলাম, কা কা শব্দে (হয়ত বলছিল আমায় বাঁচাও)
বলে কেউ চিৎকার করছে।
পরক্ষনেই তাকিয়ে দেখি নিচে
নিছক-ই এক কাকের ছানা
রাস্তায় শুয়ে আছে।
তার দগ্ধ শরীর দেখে মায়া লাগছে,
আহা কি বোকা কাকের ছানা রে।


আমরা বাঙালিও এমন-ই কর্ম-চরিত্রে।


রবিবার
০৪ জুন ২০১৭