কবির কাছে কবিতা মানে
অন্য রকম ভাষা,
যা পাঠক ছাড়া অন্য কেউ বুঝে না।


কবির কাছে কবিতা মানে
মুক্ত সব কথা, মনের ভিতর-
লুকিয়ে থাকা এক খন্ড কথা।


কবির কাছে কবিতা মানে
ছন্দ তালে ভরা, যা শুনে-
অবাক পাঠক-শ্রোতা।


০১লা আগষ্ট ২০১৭
মিরপুর, ঢাকা।