আমাদের মায়ের-মা, আমাদের নানী,
থাকুক বা না থাকুক
দুঃখ নেই কারোর-ই।


আমাদের কোচিং এ কিন্তু আছে সকলের এক নানী
ইফতি স্যার যাকে বলত কানী।
আমরা বলি নানী।
সে আবার মহাজ্ঞানী
মাঝে মাঝে ছাড়ে কিছু বানী।


নানীর চোখের নাই যতি
কিন্তু মুখে আছে গতি
ইফ্তি স্যার যেসব পড়িয়ে
টাকা কামায় রোজ-ই।


নতুন নানা এলে পরেই
বেরে যায় নানীর, ভাবনার গতি।


আমাদের সবার প্রিয় নানীর
নানা আছে নামি-দামি।
তাই না হলে নানীর ঘরে
আসে কোথেকে গহনা আর শাড়ি ভুরিভুরি।


প্রতিদিন দেয় নানারা টাকা
সেই টাকায় ঘুরে বেড়ায়
নানী আর তার বন্ধুরা।
গায়ে থাকে জামদানি,
পায়ে থাকে জুতা করা আমদানি।


তাই সবাই মানি নানী শক্তি বড় শক্তি
আমাদের গুরু অনেক অনেক ফানি।


মঙ্গলবার
০৬ জুন ২০১৭