হে নারী! তুমি কি ভেবে হয়েছিলে মুক্ত
তুমি কি জানতে না তোমার পা শিকলে বাধা শক্ত।


হে নারী! তুমি কোন বলে ছেড়েছিলে হেসেল
যেখানে তোমার স্থায়ী বসতি- তোমার জেল।


হে নারী! তুমি কি ভেবে চেয়েছিলে স্বাধীনতা
তুমি তো পরাধীন, ব্যর্থ নবীন।


হে নারী! যেখানেই যাও, সাবধানে- জানোনা তুমি
বসে আছে কোথায় মুখোশ পড়া ক্ষুধার্ত হায়েনার দল।


হে নারী! কি করে করলে বিশ্বাস- নরপিচাশ
যে তোমাকে একলা পেলে করবে নিশ্চিত সর্বনাশ।


হে নারী! কি তুমি দেখিয়েছিলে বল
যাতে, হলো তোমার অমঙ্গল!


হে নারী! তুমি হইয়ো না হতাশ
একদিন তুমি পাবে অবকাশ।


মঙ্গলবার
০৬ জুন ২০১৭