ছন্দের নাই তাল ঠিক
পদ্য লিখতে আমি বিদিক
পেটের ভিতর কথা
মুখে আসে না।


ধুর ছাই! এভাবে আর
কবিতা লিখা যায় না।


যদি এমন হতো
কথার আগে কলম ছোটে
লেখা কোথাও না থামে
পৃষ্ঠার পর পৃষ্ঠা আসে।


জানি আমি এমন হবে না!
তবে? ছন্দের পতন ঘটিয়েই কবিতা লিখি
নাহ! পদ্য লিখি
আমি এক নবীন কবি।


আমাকে ক্ষমা করে
আমার এই ভুল-ত্রুটি
মেনে নিও পাঠক তারা
যারা সর্বশ্রেষ্ঠ প্রাণীরা।


শনিবার
০১ লা জুলাই ২০১৭