ভালবাসা মুছে যায়, স্মৃতি তবু রয়ে যায়।
নিঃস্ব এক পথিক আমি, হাঁটছি এই স্মৃতির টানে।
স্মৃতি আমায় স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচতে শেখায়।
অনেক বেশি স্বপ্ন দেখি, পূরণ হবে না জেনেও আমি।


আমাকেশের ঐ রঙিন ঘুড়ি, ইচ্ছে মতো উড়ছে,
আমার জীবন আমার সাথে, তেমন করেই খেলছে।


মনের মানুষ আনেক, দূরে চলে গেছে।
হারানো সেই ভালবাসা, মনের ঘরেই আছে।
দূর গহিনে ভালবাসা নিঃস্ব আমি একাএকা।


মনের মানুষ নতুন করে ঘর বেধেছে দূরে
আমার স্বপ্ন এখন অর্থহীন পথে।


বুধবার
১৪ই জুন ২০১৭