সেই চেনা-জানা পথগুলো,
কেন যেন মনে হয় অসহায়।


মনে পড়তে চায় কিছু পুরনো কথা
যে স্মৃতি আমাকে কাঁদায়।


নীল নদ আমাকে ডেকে বলে
তুমি কি চেননা আমায়?
আমি সেই তোমার-ই
পুরনো স্মৃতির সাথী।


কিছু পথ আমাকে ডেকে বলে
এই আমি সেই
যার পথ ধরে তুমি
হেটেছ কত দূর-বহুদূর।


আমি আমার স্মৃতির কাছে
হারতে চাই না
মনে রেখে স্মৃতি আর
ব্যাথা পেতে চাই না।


বৃহস্পতিবার
২৯ জুন ২০১৭