যেখানে প্রতিদিন চিৎকার করে  
পিতার সদ্য মৃত্যু শোক।
কি মূল্য আছে জীবনের।


পানির দামে বিক্রি হয়ে যায়
রক্ত মাখা জামা, নিলামে ওঠে, দরদাম হয়!
মেঘের আড়ালে হারিয়ে যায় বিশ্বজীৎ,
সোনামুখী, চম্পা, চামেলি।


নিয়ম করে প্রতিদিন
হাসপাতালের মোড়ে
গলা ফাটাই, হৈ হুল্লর- চেঁচা মেচি করি।
কিছুই হয়না, শুধু বায়না-  


পুষ্টিহীন গাছের মত
নির্বাক ছবি হয়ে
শুধু ক্ষুধা নিয়ে বেঁচে থাকি।।