একটি কবিতার জন্য সে কি প্রতিক্ষা,
একটি কবিতার জন্য সে কি ব্যকুলতা,
একটি কবিতার জন্য আজও মেলে রাখি আঁখির দুটি পাতা।
হৃদয়ের প্রকষ্ঠ রবী ঠাকুরের সঙ্গিতের দ্রুতি ছড়ালেও আজও সেই কবিতার পথও চাওয়া।
আপনারও কন্ঠের কবিতায় মিশেছে আজ ভোরের স্নিগ্ধতা, রাতের নিরবতা জানিয়েছে সেই কথা।
আপনারও কবিতার লালসায় আজও আমার কর্ণের সেই প্রতিক্ষা,মিশিবে কবে বাতাসের ঘ্রাণে কবিতার সেই ব্যকুলতা।
দুরালাপনী হাতে আজও তাই সেই মধুরই অপেক্ষা।