অনামিকা আজ আমি পরাজিত তোমার প্রেমে,
কখনো কি ভেবেছিলাম অনামিকা,
আমার আকাশ ছেড়ে একদিন তুমি হারিয়ে যাবে...?
অনামিকা বহু রজনী পার করেছি চোখের জলে,
নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আজ আমি নিস্বঃ।
কখনো কি ভেবেছিলাম অনামিকা,
আমার ভালোবাসার প্রজাপতি শুধুই আজ আমার স্মৃতির উঠোনে বিচরণ করবে.....?
আজ আমার সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত্রি সব যে কাটে তোমায় ভেবে অনামিকা।
আজও তাই সেই পুকুরপাড়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা কাগজ ফুলের নিচে জলন্ত সিগারেট হাতে অনামিকা তোমারই যে পথও চাওয়া।
অনামিকা তুমি ঈশ্বর গ্রন্থ স্পর্শ করে বলেছিলে তোমার হৃদয় নীড়ে কেবলই আমার অস্তিত্ব,
তবে কেন অনামিকা আজ আমার গগন  নীলাদ্রীময়.....?
অনামিকা তবে কি সবই ছিল নিছক বঞ্জনা......?
অনামিকা তুমি কি আর কখনো আমাকে খরগোশ বলে ডাকবেনা.....?
তুমি যে আমার ভালোবাসার অক্সিজেন অনামিকা।
দ্যাখো অনামিকা আজ আমার দুচোখে ভালোবাসার ঢল নেমেছে।
তুমি আর কখনো কি দুচোখ মেলে দেখবেনা অনামিকা....?
বলবেনা আমায় সেই আগের মতো
" ভালবাসি শুধু তোমাকেই ভালবাসি "