প্রতিটা মানুষের মাঝেই কোথাও একটা  লুকানো চেনা মুখ থাকে,
হয়তবা সেটা হারিয়ে ফেলা, হয়তবা না পাওয়া,
হয়তবা অব্যক্ত কোন কিছু।
যাকে ভালবাসার সবটুকু নিংরে দিতে ইচ্ছে করে.....!
কিন্তু সেই ছায়া মুখ গুলো হয়তবা সেই সব বোঝেনা বা বোঝতেই চায়না।
তাই সারা জীবন সেই মুখটা মনের মাঝে না পাওয়াই রয়ে যায়।
তাদের ছাড়াই বাঁচতে হয় বাঁচা শিখতে হয়,
জীবন সাজাতে হয়।
হয়তবা ভালো থাকার আর ভালবাসার অভিনয় করে যেতে হয় বাকিটা জীবন,  
বেঁচে আছি আর ভালো আছি চারপাশের মানুষকে বোঝাতে।
আর সেই মুখ গুলোকে মুছে ফেলবার বৃথা চেষ্টা করে যাই অবিরত কিন্তু পেরেছি কি সেটা....?
আর সত্যিই কি মুছে ফেলতে চাই.....?
কেন জানি নিজের মাঝে সেই সব মুখ গুলোকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করে,
ফিরে পাবোনা জেনেও তার পথ চেয়ে থাকতে ইচ্ছে করে....!
পথের ভুলে যদি কখনো দেখা হয়ে যায় হাজারো অচেনা মুখের ভীরে চির চেনা সেই মুখ,
শুধু বলতে চাই বাঁচিয়ে রেখেছি তোমাকে আমার মাঝে আর বাঁচিয়ে রাখবো আজীবন।
হোকনা তার অজান্তে,হোকনা সেটা সবার আঁড়ালে,
হোকনা এই সমাজের রীতি ভেঙ্গে,
থাকুকনা শুধু আমারই মাঝে।
ভালবাসিতো........!