আষাঢ়ে আসার
ঝরছে ঝর ঝর
জল থৈ থৈ অথৈ পারাবার।

মীন  কুল
ভাবে ব্যকুল
খেলছে নিতুই ডুব সাঁতার

কাটছে ঘাস
ঘাসুড়ে আজ
গো-কুল আজ চরবে না।

হাম্বা হাম্বা
জানায় ক্ষুধা
ঘাস ছাড়া মন ভরবে না

ডাকছে দেয়া
ফুটছে কেয়া
দূর গগনে রোদন আজ।


পথিক ধেয়ে
ত্রস্ত পায়ে
কড় কড় ওই পড়ছে বাজ।  



ফুটছে মৃনাল
রক্ত নাল
শ্বেত শাপলাও মেলছে দল

মীন শিকারী
বাইছে তরী
বৈঠা হাতে ছলাৎ ছল।

ফেলছে জাল
ধরছে মাছ
রাখছে তুলে নায়ের মাঝ,

মেঘের ভেলা
জমায় খেলা
দিবস রাতি সকাল সাঝ।

চুপ চুপ
দিচ্ছে ডুব
পানকৌড়ি আর বালি হাঁস,

মৎস্য খায়
যত পায়
মীন কুলে আজ সর্বনাশ।।