আমার এক টুকরো আঁধার চাই,
যেখানে কেবল আমি মুখ লুকাই।
আমি ভেন্টিলেটরে পুষি চড়াই,
নেই কোনো প্রতিবাদের লড়াই।
আমি দেখতে চাই না রোজ রোজ,
খবরের যতো নৃশংসতার খোঁজ।
আমি খুশি জানালার ফাঁক গলা রোদে,
ভিজে বারান্দার রেলিঙ ভাঙা চাঁদে।
টবে ফুটে থাকা বেলি, জবা,
সেখানেও যদি বসায় থাবা!
আমি হাঁটতে চাইনি খোলা রাস্তায়,
শুনেছি অনেকেই নাকি চেয়ে পস্তায়!
চড়তে চাইনি রাতের কোনো বাসে,
সেখানেও ওঁত পেতে আছে ত্রাসে!
তবু আমার লক করা দরজায়,
কে যে কখন অশুভ কড়া নাড়ায়!
আমার ভয় পাওয়া মন,
খুঁজে বেড়ায় শান্তি আপন।
তাই আমি চাই আমার আঁধার,
আমার, কেবলই আমার বাঁচার।