কথায় কথায় দিচ্ছো ইমো
হাসি, কান্না অথবা স্বস্তির,
এ তোমার কেমন ব্যামো
কেন যে এতোটা অস্থির!


কোথাও নাচছে সাদা বেড়াল
কিংবা হলদেমুখো রাগী স্বভাব,
এরাই চারপাশ করলো আড়াল
তোমার যে কী ভীষণ অভাব!


তুমি নিজেও তো হাসতে পারো
   কিংবা রেগে টং,
যান্ত্রিকতা আর লাগেনা ভালো
   কেমন মেকি সব ঢং!