চেনা তারিখগুলো যখন
আটকে যায় ক্যালেন্ডারের পাতায়,
চেনা গানেরাও তখন
কেবলই বিরক্তি বাড়ায়।


অচেনা মুখগুলোর কাছে
আবদারের বোঝা বাড়ে,
অচেনা সুখগুলোর খোঁজে
যাই কার দ্বারে?


তখন আমারো ভীষণ ঘুম পায়,
একলা তোমাকে রেখে চেনা বারান্দায়।