রক্তের লহরে অবগাহিত হয়েছো তুমি
এক টুকরো সোনা ফলা ভূমি।
লাখো শহীদের স্বপ্নের বাগানে
এসেছো তুমি লাল গোলাপ হয়ে।
তোমাকে ছিনিয়ে আনতে গিয়ে
কাঁদিনি; কেঁদেছি তোমাকে পেয়ে।
সে কান্নায় মিশেছিলো মুঠো ভরা,
বুক ভরা স্বাধীনতার আনন্দ।
তোমার কোল জুড়ে আসা
বিচিত্র বিজ্ঞ জ্ঞান তাপস, উদাস গায়ক
চিত্রকর, সোনা ফলানো কৃষক, লতানো কিশোরী
নারী, কবি-অকবি; আঁচলের ছায়াতলে
আবাল-জোয়ান হয়েছিলো অকুতোভয় যোদ্ধা।
দুনির্বার সৈন্য মাটি কামড়িয়ে তোমাকে
বুকে আগলিয়ে রাখতে গিয়ে,
বুলেটের আঘাতে বুক খালি হয়ে
নিষ্প্রান নিথর হয়েছে দেহ
তবুও ছাড়েনি তোমাকে।
ত্রিশ লাখ প্রান হাওয়ায় মিশে গিয়ে
নয়ন তারার সমাহারে সঞ্চিত স্বপ্ন
রক্তবন্যায় ভেসে উঠেছো একটি গোলাপ;
চির স্বাধীনতার একখণ্ড ভূমি একটি বাংলাদেশ হয়ে।
বাংলাদেশ তুমি পথে থেকো
বাঙালি কভু ভুলে যেয়োনা স্বাধীনতার শপথ।
ভুলে যেয়োনা শাসিত শ্রেণির শোষণ
বঞ্চিত বাঙালির মর্মস্পর্শী বেদনার চিত্র,
যার রূপান্তরে তলে তলে জমা ক্ষোভে
জ্বলে ওঠে দাঁনা বাঁধা ঝাঝালো মিছিল।
শহীদ আত্মার চির শান্তির ঘুম ভেঙে গেলে-
তুমি ফের পুড়ে ছাই হয়ে যেতে পারো
“নয়ন মনির” স্বপ্ন ভরা সোনার বাংলাদেশ।