আমি তোমারে পেয়েছি হেমন্ত শ্রাবণে।
রেখেছি যতনে হৃদয়ের গহীণে।


আকাশটা মেঘে ছিল ঢাকা,
অম্বর-ভূমি বহু দূর ফাঁকা।
মিলনে ভালোবাসা গেঁথেছি এ মনে;
আমি তোমারে পেয়েছি হেমন্ত শ্রাবণে।


ঝিরি ঝিরি বৃষ্টি ঝড়া,
মুছে গেল হৃদয়ের খড়া,
মিশেছে প্রেম-সুর উদাসী পবণে;
আমি তোমারে পেয়েছি হেমন্ত শ্রাবণে।


ছুটে আসা হিমেল হাওয়া,
উষ্ণতায় তোমাকে কাছে পাওয়া।
জড়িয়েছি শত বার সুখী এ বদনে;
আমি তোমারে পেয়েছি হেমন্ত শ্রাবণে।