আর্কাইভ অতীত জীবনের অনেক কথার প্রতিচ্ছবি,
জীবিত প্রান, যদিও এটা একা ফটোগ্রাফ মাত্র।
কল্পনার জগতে অনেক কথাই চলে আসে হৃদয়ের দুয়ার খুলে,
কখনো কাতর, কখনো পাথর, কখনো মেতে উঠে মন,
আনন্দের মুখর উল্লাসে।
এখন হয় ত তা অথীত, তবও বর্তমান কে শিখিয়ে দেয়,
বুঝিয়ে দেয় অথীতের সেই স্মৃতির তাৎপর্য।
সে হারিয়ে যায়নি, দেয়ালের গায় এখনো সে জীবন্ত,
হৃদয়ের গহীনে গেঁথে থাকা আরেক টা প্রাণ;
নন্দিত সে নতুন করে।
তার দিকে তাকালেই শুধু বলে, আমি আছি, আমি থাকব,
যত দিন তোমার নয়নের আলো আছে,
আমি মিশে থাকব তোমার হৃদয়ের দেয়ালে।