রকম করে যখম হৃদয়, সুখের স্বর্গবাসে,
ছুটছে সবাই ধরকে তাকে, দুঃখ সর্বনাশে।


সখের তোলা আশি হলে, ভুরি ভুরি আছে,
চাওয়ার পাওয়া ভিন্ন হয়ে, কষ্ট পুজি কাছে।


সুখ পাখিটা ডানা মেলে, ইচ্ছে মত উড়ে,
দুখী বলে সবার কাছে, একটু পেতে ঘুরে।


সবাই বলে আমার ত নেই, তোকে দিব কিসে?
মন্দ ভাষায় কষ্ট কসায়, মেজাজ করা বিষে।


ক্ষুধার্ত সেই ইচ্ছে গুলো, শুধুই অভিশাপ,
হৃদয় কঞ্চুক পুষে লয়, শত বেদনার তাপ।


কেউ বলে না ওরে দুখী, আমার পরশ তারা,
সেই পাখিটি সবার কাছে, শুধুই বাঁধন হারা।