ও বাটে হেট না ওগো হরষি, যে পথে হরণ হয়ে যায় দেহ;
যদি কর তা, তবে পিছু ফিরে চা, মজা শেষে নাই কেহ।
প্রেমের তর্ষ আলিঙ্গন করে নবীন জাগা মনে-প্রাণে ওরে;
ছটপট তরে, লম্পট ঘুরে, সতর্ক না হলে ছাড়বে না তরে।
ওরে নির্বোধ, কে করবে শোধ? বন্ধন ঘেরা পাওয়া পাওয়া;
দোসর হবে না কেহ, সর্ব তরে হবি নিরীহ, স্নুষা না হওয়া।
তাই বলি হে অচেতন-
আবৃত হও নারী, রূপের বাহারে বাতাস লাগিও না গায়,
জীবাণু নিয়ে ঘুরছে সমীরণ, তোমাকে না যেন পায়।
ভদ্রতার চাদরে লুকাও তনু ওরে, বাছাই কর সঠিক পথ,
হতক তোমায় পাবে না করতে হত, তুমি রবে নিরাপদ।
ধৈর্য ধর, পাবে তার দেখা, যে সত্য সূচী করে রাখে,
যে শুধু চায় শালিনতা, নীরবত, নষ্টমতি না ধরে তাকে।
এমন জীবন পাবে তুমি, নক্ত করবে দূর, চরিত্র ফরমান,
বোলি পাবে না প্রকাশ করতে, সুখ-শান্তি চরণ চুমি সম্মান।
তাই বলি বুঝতে শিখ বোন।