পৃথিবীতে আসে মানুষ, মায়ের উদর ধরে।
থাকবে বলে সারা জীবন, কত কিছু গড়ে।


যাত্রা কালে স্বপ্ন দ্বারা, কেহ গড়ে দুঃখ শিখা।
অন্ধ আলোয় কেউ গড়ে, পরকালের অট্টালিকা।

ভালো কাজে সঙ্গচরে, কেউ সেথা সুখকে চিনে।
মন্ধ কাজে মুগ্ধ হয়ে, কেউ আবার দুঃখ কিনে।


মানু সবে কামে বিপরীত, পরিচয়ে চলে।
মানু ছেড়ে ফুলের মালা, অমানুষের গলে।


অধিকারের উল্টো নীতি, ঠিক করে দেয় কে?
সত্য মর্মের চর্ম তোলে, যদি মারা যায় সে।


নিঃশঙ্কের বাণী বাজে, সাধারণের মনে।
তনুপ্রাণ সয় নিড়বে, কণ্ঠ শূন্য হয়ে স্ব-জ্ঞানে।


কেউ ভাবে না কি করি, মানুষের কাজ নয়।
রক্ত চোষে সেই অমানুষ, জীবন করে জয়।


উর্বী বুকে সবে মানু, সেথা জন্ম সূত্র কয়।
কর্মের ভারে মানুষ, কেহ মানুষ নাই রয়।


মহান, দয়া, উদারত্বে, গঠিত যার হৃদয়,
সেই ত সুখের যাত্রী ভবে, মানুষ তারে কয়।