বেড়াতে এসে মায়ার ভবে,
লোভে পরে ভুলেছি সবে।
আমি মানুষ, তুমি মানুষ,
মানুষ হয়ে নেই কেন হুশ?
কি চাও তুমি? ভবের মায়া,
সব কিছু তার শূন্য ছায়া।
তুমি স্বপ্ন দেখ, হবে বড়,
পরের ধন লুঠন কর।
কখন তুমি মরে যাবে,
সেই কথা কি জান তবে?
মিথ্যে আশায়, প্রাসাদ গড়ে,
থাকবে তুমি, একলা পরে।
যেতে হবে সবেই ছেড়ে,
সেই কথা কি মনে পরে?
পরিজনেরা, কেমন আপন?
মৃত্যু হতেই পড়ায় কাফন।
পৃথিবীতে নেই ত কিছু,
তবে কেন ছুটছ পিছু?
উপারের পুঁজি কি আছে?
যোগার কর, থাকতে বেঁচে।
তখন যদি শূন্য থাকো,
জাহান্নাম তবে ছাড়বে নাকো।
কান্ডারী হুশিয়ার।