এ জীবনটা আর্দ্র-শূন্য পাথর কোচিতে
বেঁচে থাকা মরুর চোষা প্রাণ।
বৈচিত্রের বৈশিষ্ট্যে আমি বহু ব্যতিক্রম;
আশা বাহী চঞ্চল অনুভূতি গুলো জীবিত রাখার লড়াইয়ে
কিন্নরী কখনো পরাজয় মেনে নেয় না;
যদিও এখন পড়ে আছি তপ্ত মরুর প্রান্তরে;
জানি, হৃদয়ের সেই চাওয়া অনুভূতী গুলো একদিন
হাসবে, নাচবে, গাইবে নতুন নতুন হাজারও রঙের মিছিলে।
সেই দিন স্বল্প আর্দ্রতার পরশ দুলিয়ে তুলবে হৃদয়ের প্রতিটি শাখা।
তপ্ত মরু থেকে বসত হবে আর্দ্র-কোমল হৃদয় পোষ্য মনুষ্য জমিনে।
কাল খেয়ালী সুখের ধারায় একদিন নরম কান্ডের পুরু পাতার ডগে
ফুটবে লাল, সাদা, গোলাপী রঙের মিশ্রিত পুষ্প।
হাজারও স্বচ্ছন্দ অনুভুতির পরশে নাচবে ডালে ডালে।
হৃদয় কোমল পাখিরা মুগ্ধ তায় উদাস হয়ে চাইবে আমায় আপন করে।
জায়গা পাব তার হৃদয়ের পুষ্প তরু বাগানে;
যদিও আমি এখনও আফ্রিকার মরুর অ্যাডেনিয়াম।