আমি হেরিছিনো তোমার ঐ মায়াবী মুখ,
আহা কত সুখ লাগে পরানে।


আনচান মন, কত শত ভাবনার গুঞ্জনে
নিথর কায়ার ছায়া নীরব, অবুঝ প্রাণে।
আমি হেরিছিনো তোমার ঐ মায়াবী মুখ,
আহা কত সুখ লাগে পরানে।


বায়ে বয় কত প্রাণের কথা মধুকর বাচনে,
যত প্রেম লুটে, ছুটে আসে আমার নয়নে।
আমি হেরিছিনো তোমার ঐ মায়াবী মুখ,
আহা কত সুখ লাগে পরানে।


এলো চুল, বসন দুলে, উড়না জুলে গায়,
উতলা সে সুখের আনন্দ ছড়ানো এ মনে।
আমি হেরিছিনো তোমার ঐ মায়াবী মুখ,
আহা কত সুখ লাগে পরানে।


তুমি দৃষি ছেড়ে সৃষ্টি কর লোভনীত মায়া,
কথ বলনা, কত বানী রাখো নয়নে নয়নে।
আমি হেরিছিনো তোমার ঐ মায়াবী মুখ,
আহা কত সুখ লাগে পরানে।