আমি জানি তোমার হৃদয় জানালার দুই পাট মেলা রেখেছ,
প্রেমের দৃষ্টি যেন তোমার অনুভূতি আড়াল করতে না পারে।
হঠাৎ কোন এক শিহরণে, ছুটে আসা উত্তর ফেরা বারান্দা,
প্রিয়, একটু দেখার আশা নিয়ে দাড়িয়ে থেকে অবাক নয়নে।
তখন উত্তর থেকে আসা হিম বায়ূ হাত দুটি গুছিয়ে দেয় বুকে,
অপছন্দের হলেও অপেক্ষা, প্রিয় জনের স্বচ্ছ বদন দেখার সুখ।
বাইরে শীত, ত্যাগের পীঠে আমি ভালোবাসার প্রাসাদ দেখেছি,
মাতুলা তব সঙ্গী হলো, কিছু কথায় মধু জরালো, প্রেমের হর্ষে।
হেসে হেসে কাতর প্রবাহে লুঠন করেছিলে এ হৃদয়ের রাজত্ব,
তখন মহিরুহ পত্র নেরে বলল আমায়, মদাসলা পরেছে প্রেমে।
এবার আর তোর নিস্তার নাই, বলেদে বাতাসের কানে নির্বন্ধ,
নয়নে নয়নে দে নজর দক্ষিনা, যেন তনয়া তোর প্রেম বুঝে,
সেই থেকে হয়ে গেলাম তোমায় না বলা লুকো-চুরি প্রেমের পুজারী।