উড়াল পথে ছুটিস কেন, খুজিস কেন এত কিছু, করিস কেন ছল?
নীরবে আমায় ছেড়ে কার কথা ভাবিস ও-মন বলরে আমায় বল।
সুযোগ পেলে যাস যে উড়ে, করে বেড়াস তোর যা ইচ্ছা করে,
কেন বুঝিস না তুই হয় না-রে সব, হয় না তোর মত করে।  
আমার দেহের আমার বুকে করছিস বসবাস, হেলায় রাখিস করে পর,
কেমন করে রাখিস দূরে, বল ত দেখি আমার চেয়ে আপন কেরে তোর।
আসকাড়ায় তোর নাচ্ছে নিউরন অশান্ততায়, ভাবছে শুধু পরের কথা,
পরের কাছে সুখ কি আছে, জীবন ধারা ছন্নছড়া, ঠেকায় বিষম ব্যাথা।
ও-মন ভাবিস কি তুই আপন দেহের প্রাসাদ ছেড়ে থাকবি কিরে সুখে?
পরের আশায় এই লালসা করিস না তুই, করলে পরে কাটবে জীবন দুখে।