হৃদয় নয়ন হেরিল তোমায় ওগো বাগিচার কুসুম,
তুমি কেন মুখ খানি লুকাও পাতার আড়ালে?
আমি মেরেছি ওকি তাই লজ্জা পেয়েছ নাকি,
সুবাসে মুগ্ধ করেছে মন তোমার রূপ হেলেদুলে।


নির্মল সমীরণ ছুটছে এদিক ওদিক বলতে সে বানি,
নিবিড় প্রেরণায় সোহাগী প্রেম তোমার অবয়ে মাখা ।
কানাকানি করছে কত ভোমর, মৌ-মাছি ঝাঁক বেঁধে,
জেনে নাও প্রিয় সে প্রেম টাও আমার হৃদয়ে আঁকা।


বিবরা দিব না তব, বিমুগ্ধ কতটা শাসন করছে মন,
বক্ষ জমিনের রক্ষিত আসনে তুমিই সন্ধানী রাণী।
আর্জি তোমায় নিকুঞ্জে নিগূঢ় করে থেকো না হে প্রিয়,
শুধু একটু হেরিব অভাক নয়নে হে প্রিয় মুখ খানি।  


লাজুক পাপরি আলগা করে একটু হেসো শুভ্র মনে,
মনে যদি লয় আপন কর মোরে যনমের প্রন্তরে।
বাতুল করে চিত্ত যদি উদয় বিমল প্রেম সে কাননে,
লোচনে তোমায় রাখব বন্দি অন্তরের অন্তরে।


প্রত্যয় করি বিশ্বাস লও, আমি শুদ্ধ প্রনয় বিলাসী
নিপাত কর শত নৈরাশ্য, জ্বালাও প্রেমের আশা।
ইলা, উডু, নক্ত, রবি, শশী স্বাক্ষী আখের পথে,
হৃদয় তক্তে থাকবে সুখে আমার ভালোবাসা।