তোমার সুহাসি
আমার হৃদয় কাড়ে।
তোমার সুকেশ
আমার দু-চোখ জুরে।


ললাট তোমার বেশ,
স্বর্ণ পাটা দেশ।
তারি মাঝে ভাগ্য লিপি
করেছি নিবেশ।


নেত্র তোমা ভারি চমক
প্রতিবিম্ভ মনি।
তারই ভিতরে দৃষ্টি
প্রিয় ছবি খানি।


নাকের ডগে স্বর্ণ মনি,
সাজায় বদন জানি।
তার মাঝে সুপ্ত রূপ,
সে অভাক মায়া খানি।


চঞ্চু তোমা ভারি মিষ্টি
যৌব তার গায়।
তোমা দিকে বারে বারে
তাই ফিরে চাই।


গলে তোমা স্বর্ণ মালা
জ্বল জ্বল করে।
সেই ছবি আঁকা
আমার হৃদয় জুরে।


তোমার নিক্বণ সুর
বাজে মোর কানে।
হেটে চলা পা,
মিছিল করে পরাণে।


সত্য কিনা সত্য তব,
মিথ্যে নাই হব।
তোমা মনে রচেছি সেই
আমার প্রেম নব।


রূপ তোমার সুখ সুধা
আমার কাছে ভাই।
সর্ব বস্তু বিনিময়ে
তোমায় পেতে চাই।