দক্ষিণ বায়ূর ধনাঢ্য প্রবাহে এ হৃদয় হৈ চৈ করে,
রোমাঞ্চ গন্ধের স্বাদ বিলিয়ে যায়,
ফেরারি মন বুঝেও সইছে নীরবতা।
রীতিমত কত ভাব বুকে চেপে মিশে যায়,
পৌছায় না কর্নের কিনারায়,
ভান ধরে থাকা অবুঝ প্রাণ কেন সবুজ হয় না,
মাঝে মাঝে নয়ন তাঁরা আলোর ফুলকি মারে,
অশান্ত ও গভীর প্রান্তরে আনন্দ প্রিয় প্রান,
যেন হারিয়ে যাওয়ার মগ্নতায় মেতে উঠে।
আমি আর পারছি না,
কত করে বুঝিয়েছি তারে, হারাস নে তুই গহীন মনে,
তাকে খুঁজতে গিয়ে হারিয়ে যায় প্রিয় প্রাণ,
সেখানে একা একা পথ চলা কঠিন।
জানি দূরে নয়,
তবুও চলতে হবে, যেতে হবে শেষ সীমানায়,
শুধু তোমায় পাওয়ার আশে।