জীবন হিসাবে নেই জটলা
   অঙ্কেতে বড় পাকা,
তোর সাথে সেই হিসাব নিয়েই
    কত জটলা মাখা।
কেটেছি আড়ি বন্ধু তোর সাথে
    আঙ্গুল কাটার ছলে,
ছিলিনা তুই বন্ধু তখন
  ছিলিনা আমার দলে!
হাজার তারায় ভরা আকাশ
  জ্যোস্নার-আলোয় নেমে,
লুকোচুরি খেলাটা তোর সাথে
    যায়নি কখনো থেকে।
গেয়েছি গান,বেসুরা গলায়
  মনে কি আছে তোর?
নাকি ভুলে গেছিস আমারি মত
   হয়ে গেছিস পর!
ঝড়-বাদল আর মায়ের শাষণ
   সব কিছুকে ভুলে,
তোর সাথে সেই বৃষ্টি ভেজা
   পাখির ডানা মেলে।
সেদিন কার সেই বন্ধুত্বটা
  হারিয়ে গেল আজ;
হাজার কিছুর পরেও তুইরে,
   ছিলিনা এমন বাজিবাজ!
কেনরে আজ এতো অভিমান,
  কোনো কারণ ছাড়া?
হারিয়ে গেলি কোথায়রে তুই
  হয়নি তো 'আড়ি কাটা!'
আজো আমি তাকিয়ে থাকি
   আকাশ পানে চেয়ে,
পাশে নেই তুই কিবা তাতে
   আছিস ' তারা হয়ে।'