বৃক্ষই প্রাণ


গাছ আমাদের চরম বন্ধু
বাচিয়ে রাখে প্রাণ,
শিক্ষা, স্বাস্থ্য -চিকিৎসা তে
রাখছে অবদান।


বৃক্ষই জীবন বৃক্ষই মরণ
বৃক্ষই  নিঃশ্বাস,
বৃক্ষ আছে বলেই আমি
ফেলছি দীর্ঘ- শ্বাস।


সৃষ্টি কর্তার অপরুপ সৃষ্টি
সবুজ প্রকৃতি!
গ্রীনহাউজ,জলবায়ু, পরিবেশ
রক্ষায় করলো যে কীর্তি।


শিকড় - মূল, কান্ড, ফুল
ফল, লতা, পাতা,
প্রাণীকূলের খাদ্য শৃঙ্খল
বাচিয়ে রাখে কথা।


আসুন আমরা করি পণ
করবো মোরা বৃক্ষ রোপন!
গড়বো পরিবেশ, গড়বো প্রকৃতি
বেঁচে থাকব মানব - জাতি।