মধুমতি সরিৎ কিনারায় -
তরুবীথি ছায়াঘন সুশ্রী শ্যামল গাঁয়,
উঠেছে বেড়ে বাংলার অংশুমনি,
মুক্তির তপস্বী সর্বশির কিরীটিনী।

শালিকের শিস ইশারায় বাবুইয়ের নিমন্ত্রনে,
ছুটে চঞ্চলা কিশোর রাখালি সুর-তানে।
ঘ্রাণে মাত বিদায়ী আমনের ক্ষেতে,
আগমনী বোরোর উফশী ধানের স্বাগতে।

বিস্তীর্ণ প্রান্তরে বিছানো ঐ ঘাসফুলে,
শ্বেত-শুভ্র প্রফুল্ল কমল ভাসা ঝিলে।
দেখে নিসর্গ প্রকৃতির রূপ-শোভা
দুরন্ত কিশোর প্রাণে ফুল্ল বিভা।

অরুণ ঊষায় সাঁঝের সন্ধ্যায় ঊষসীপ্রাতে,
খেলে প্রকৃতি মায়ের কোলে মৃত্তিকা তনয় নৃত্যে -
মাঠে-ঘাটে নদীর কূলে শ্যামলত্ব বনে,
প্রবাহিণীর স্রোতে মৃদু তরঙ্গে সন্তরণে।

গাহিয়া মুক্তির গান
উড়িয়ে মুক্তির নিশান।