দেশ জুেড় আজ কাড়া-কাড়া, বাড়া-বাড়ি,
    মাঝে মধ্যে ছাড়া-ছাড়ি যাচ্ছে তাই,
হায়নাগুলো থাবা মেলে রাস্তা-ঘাটে করছে লীলা
         কোন কিছুর চিন্তা নাই।
জানের ভয়ে দিচ্ছে দৌড়, খাচ্ছে আছাড়
            গরু-মহিস, হাতি ঘোড়া,
   অঘোরে প্রাণ দিচ্ছে কেহ, হচ্ছে হেয়,
        কেউবা আবার হচ্ছে খোড়া।
  রাজপথে আজ হায়নাগুলো, নাইযে ধুলো
        প্রাণ খুরে তাই করছে খেলা,
  গাঁয়ের পথে হুলো বিড়াল,বুনো শেয়াল
      নাইযে বসে জুড়ছে মেলা।
     হুলো বিড়াল,বুনো শেয়াল
     দিচ্ছে কামড় ষাঁড়ের ঘাড়ে।
        হাতি ঘোড়া নতজানু
  বাঁচবে কি জান বলতে পারে?
মশাগুলো মাংস খাবে কোথায় পাবে
      বন বাদাড়ে নাইযে পশু
      নানান জনে নানান তরে
     নানান ভাবে খুজছে ইস্যু।
    দেখেছ চেয়ে রয়েল বেঙ্গল
      বনের রাজা ভাবছে বসে
কীসের তরে পশুগুলোর বাড়া-বাড়ি
     তাড়া-তাড়ি কীসের দোসে?
দেশ জুড়ে আজ কীসের লীলা, কীসের খেলা
            বলতে পারো?
আম জনতা রুখবে বুঝি জীবন বাজি
     সকাল সকাল রাস্তা ছাড়।