রুমা!
   শুধু তোমাকে বলছি,
যদি ও তুমি অনকে দুরে
  তোমার কারনে দলছি।
পঁচা অতীত যা নর্দমার জলে
    মিশে গিয়ে একাকার,
বার বার কেন ফিরে যাও হোতা
      ভাবিয়া বারং বার।
শিক্ষিতা তুমি কিসে আছ কম?
     বিশাল তোমার মন,
আতরাফ ফেলে আশরাফ ধর
          শক্ত কর পণ।
  তোমার কারনে গন্ড মুর্খ
   করে দেয় মাথা হটে,
সকাল বিকাল শিক্ষিত জনে
   খেয়ে চলে শুধু থ্রেট ।
তুমিতো জাননা কি আছে তোমার
        কিম্বা কিবা নাই,
জানা নাজানার সুযোগ নিলে
   বড় ব্যাথা মনে পাই।
প্রতিভা তোমার পায়নি প্রকাশ,
   পাইবে প্রকাশ কিসে?
অজানা এক ঝাপটা খেয়ে
  হারায়ে ফলেছো দিসে।
  বিরঙ্গনা ছকিনা,খাওলা
      দক্ষিন হাতে অসি,
আগাছা মুক্ত করতে সমাজ
রোকেয়ার হাতে মসি।
তাদরে মুর্তি তোমার ভিতরে
     সংগে রবি শশি,
অসুরের বুকে চালাও ছুরি
গলাতে লাগায়ে রশি ।
             রুম!
  শুধু তোমার তরে বলছি
পঁচা অতীতকে দুরে ঠেলে দাও
    সংগে আমরা চলছি ।