ভাবতে আমার ইচ্ছা হলো
          প্রাইমারীটা কী?
  ভিতর থেকে বলল বিবেক
         ছি! ছি!! ছি!!!
ঐ স্কুলের অনেক টিচার
        ইচ্ছামত চলে,
নিয়ম নীতির ধার ধারেনা
       বড় কথা বলে।
ভাবতে আমার ইচ্ছা হলো
      হাইস্কুলটা কী?
ভিতর থেকে বলল বিবেক
     ছি! ছি!! ছি!!!
ঐ স্কুলের প্রধান যিনি
   রাতকে করে দিন,
লক্ষ টাকা গ্রাস করে দেয়
   দেখায় শুধু ঋণ।
অনেক টিচার আড্ডা পিটে
    ক্লাসে নাই পড়া,
সারা বছর প্রাইভেটেতে
   পায়না তবু তরা।
জানতে বড় ইচ্ছা জাগে
  কলেজটা বা কী?
ভিতর থেকে ষড় রিপু
জানায়  ছি! ছি!! ছি!!!
নিয়োগ হলেই প্রধান খুশি
    কমিটি তার সাথে,
লক্ষ টাকা কামাই করে
  সকাল সন্ধা-রাতে।
টাকার জোরে টিচার নিয়োগ
    জ্ঞানীরা হয় ফেল,
সিরিয়ালে পিছ পড়ে তাও
     দেখায় শত খেল।
বসকে খুশি করতে সবাই
  ন্যায় নীতি যায় ভূলে,
মোসাহেবীতে শির্ষে ওরা
     শুধু মাথা দুলে।
ভাবতে আমার ইচ্ছা তবু
   ভাববনা আর কিছু,
বলল বিবেক আয় ফিরে আয়
   নিসনা ওদের পিছু।