রমজানে জান যাবে? জান দিছে আল্লাহ
  রমজান মাসে হয় খাবারের পাল্লা।
কোর্মা পোলাও নিয়ে ইফতারে বসে যাই,
খোর্মা খেজুর সাথে আরো কত কিছু খাই।
বাজারের বড় মাছ আরো আছে গোস্ত,
সুযোগ পেলেই খাসি হােকনা তা মস্ত।
আঙুর আপেল আর বেদেনাতে পুরো থালা,
খাবো খাবো, আরো খাবো, মেটাবো মনের জ্বালা।
  চপ আর বেগুনিতে বেগবান ইফতারে,
নেবনা, নেবনা সাথে, নেবনা যারে তারে।
কালোজাম, চমচম, সাথে আছে টক দই,
রই আছে, শিং আছে, কিনেছি মাগুর কই।
    রমজানে রমরমা বাজারের পন্য,
দামে কিবা এসে যায় কিনে আমি ধন্য।
হিসাব করিয়া চলি জ্ঞানী বলে গন্য,
রমজানে বেশী খেলে বাড়ে বেশী পূন্য।
খাব খাব, আরো খাব, নতুন নিখাদ চাই,
হোকনা তা বেশী দাম তাতে মাথা নিচু নাই।
  রমজানে রমরমা বাজারের পন্য,
কিনিয়া কাটিয়া আমি তব হই ধন্য।
রমজানে জান যাবে? জান দিছে আল্লাহ
রমজান মাসে হয় খাবারের পাল্লা।