স্বাধীনতা
চার অক্ষরের স্বাধীনতা
নয়তো সহজ সাদামাটা ,
ত্রিশ লক্ষ বৃন্তে গাঁথা
বিনিময়ে বলছি কথা ,
বাংলা মোদের মায়ের ভাষা ।


১৯৭১ এর ২৫ মার্চ ভয়াল কালো রাতে ,
পাকসেনারা লাফিয়ে পরে মর্টার গান হাতে
অতর্কিতে চালায় তারা সার্চলাইট অপারেশন .
নিরীহ বাঙ্গালীরা সব করল শাহাদাৎ বরণ ,
গ্রেপ্তার হলেন বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রাহমান ।


বঙ্গ বন্ধুর নেতৃতে জিয়া দিলেন ঘোষণা,
বাংলার মানুষ উঠল ফুঁসে চুপ করে আর রইল না ।


ভেঙ্গেছি সব লোহার শিকল অস্ত্রধারীর দুর্গ যত
জীবন বাজি ধরে যুদ্ধে দেখিয়েছি বীরত্ব ।


ভেস্তে যাইনি একটি ফোটা শহীদের রক্ত ,
বিনিময়ে বাংলার আকাশ হয়েছে আজ মুক্ত ।


দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এনেছি বিজয়
বীর বাঙ্গালির জয়ের নেশায় হল বাংলার অভ্যুদয় ।


স্বাধীনতার একটি কনাও হয়নি আজ ও ম্রিয়মাণ
শুনতে কি পাও তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান ?