রক্তিম সন্ধ্যায়
ধূলোময় এ পথে  হেটে যেও না সুনয়না
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে ঘণ্টা বাজায় অভিশপ্ত সময়......
ও পথে জীবনের বহমান ধারা....
চলতে চলতে কালচে হয়ে যায় সবুজ সময়
নক্ষত্ররাজির নিচে জনবহুল এ নগরী হয়ে যায় বিরান
প্রমাণের জাদুঘর হয়ে রয় ইতিহাসের কাক
নিস্তেজ হয়ে যায় হৃদয়ের বিনা গুলো
হারিয়ে যায় পথের ধূলোয়
ধূলোময় ওপথেই জীবনের বহমান ধারা  ।