যখন ভুলে যাই আমার মাঝে অন্য এক আমি থাকি
যখন স্বপ্রনোদিত ভাবে বিরোধে জরিয়ে পরে স্ববিরোধী সত্ত্বা


তখন খুব একলা লাগে !!


যখন ঘুম হারা হাজারো প্রশ্ন আমায় প্রশ্ন করে
হে নাবিক ! কোথায় তোমার চেতনার চৈনিক পাখি
আর কবে জাগবে চেতনার সেই দারুন চিতা
তখন সত্যিই একলা লাগে !!


যখন বাগানে ফুল ফুটে , মহাকাশে গ্রহ নক্ষত্র গুলো আলোর মশাল নিয়ে আন্দোলন করে
সেই ভিড়ে তুমিহীন এক পাঁচমিসেলি ভাবনায় দম আটকা পরে ।।
সত্যি তো ভীষন একলা লাগে ।