হাঁটছি, অনন্ত কাল ধরে
                  হেটে চলেছি পৃথিবীর উপর দিয়ে;
    আমি মানুষ, অন্য জীবের থেকে আলাদা !
                  নিজস্ব চিন্তাকে রূপ দিতে পারি,
    কালির আঁচড়ে, যা অন্যেরা পারে না !


    শতাব্দীর পর শতাব্দী চলেছি,
                    যা কিছু পুরানো সব বর্জন করে !
    এগিয়ে চলেছি নূতনের ডাকে,
                    ফুল সেদিন ফুটতো আজও ফোটে;
    তাতে নতুনত্ব নেই...............


    আমি মানুষ, নিজেকে কালের উপর না ছেড়ে দিয়ে
                     কালের উপর উঠেছি !
    নূতন কাব্যে নূতন কবিতায় সম্পৃক্ত করেছি
                      খালি তোমার জন্য !
    কি মায়ার বাঁধনে বেঁধেছ .........
                      
    তাইতো হেঁটে চলেছি
                     যুগ যুগান্তর ধরে !
    শুধু তোমাকে পাবো বলে ............
                     জানিনা শেষ কোথায় ?
    হাঁটার আনন্দ হাঁটাকে পথ দেখায় !!