জানিনা কবিতাটি  কেমন লেখা হয়েছে । হঠাৎ করে লিখে নিলাম। দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ ।তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সন্তান তথা বাংলাদেশের মানুষের মুখে খাবার তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি আপনারাও তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন । সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন । আর কবিতা পড়ে কেমন লাগল অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না প্রিয় পাঠক পাঠিকা ।


মানবতার মা শেখ হাসিনা
       রিপন রায়


চারিদিকে শুধু ভয় আর ভয়
ঘর থেকে বের হবার নেই উপায় ।
দীর্ঘ দিবসে ঘরে খাবার শূন্য
বেড়েছে দাম প্রয়োজনীয় নিত্য পণ্য'র
ছিল বেজায় রাজকীয় পরিবেশ
কোভিড-১৯ তুমি করেছো সব শেষ ।
আহারে জীবন এইতো জীবন
যার লাগি এত মায়া সবার
অর্থ বিত্ত আজ সব মূল্যহীন
জীবনের মায়া সবার আগে ।
মানুষ মানুষের জন্য পড়েছে মনে
হিংসা বিদ্বেষ হয়েছে দূর আগে ভাগে।
জীবনের তাগিদে শহরমূখি মানুষ হায়
আবার ফিরে চলে প্রিয় গ্রাম গায়
এক সাথে মোরা গাইতে পারব কি আর
আমার সোনার বাংলা, এই সোনার বাংলায়!
দেশ নেত্রী শেখ হাসিনা করে অক্লান্ত পরিশ্রম
সবার জীবন বাঁচাবার তরে প্রার্থনা করে
                                   নেই চোখে তাঁর ঘুম ।
মানবতার মা শেখ হাসিনা
সন্তানের কষ্ট তাঁর অন্তরে লাগে
নিজের জীবন বিলিয়ে দিয়েছে
এই বাংলা মায়ের অনুরাগে
তাইতো তুমি বিশ্ব জননী
অনাহারে কারো জীবন না ত্যাগে।
আমরা বাঙালি মরতে মরতে বাঁচতে জানি
গড়তে জানি নতুন জীবন
করোনা যুদ্ধে জিতবোই জিতব
দেখবে দুনিয়া- বিশ্ব -ভুবন।।


রচনা কাল  :: ২১/০৬/২০২০