তুমি যে পথে এসেছিলে ওগো প্রিয়ে
রক্তজবা আর টিউলিপের বন ভেঙে ।
শঙ্কচিল খুঁজে পেয়েছিল তার
অদূর ভবিষ্যতের ঠিকানা ।
বাতাসে ছিলনা ভেজা ঘাসের গুমোট গন্ধ ।
ওগো প্রিয়ে তোমার ও দুচোখে দেখেছিলাম
চাঁদনি পসরায় জোছনার আলো ।
জলচৌকিতে বসে দুজনে
মুখোমুখি রজনী দ্বিপ্রহরে ।
দিবাকরের অম্লান বদনে আমার
ভেসে গেল সব সুখ ।
ওগো প্রিয়ে ক্ষণিকের এ চাওয়া  পাওয়ায় কেন জড়ালে আমায় ।
গোলাপের এ কাটাবনে স্বপ্নগুলো
কাঁচের দেয়ালের মতো ভেঙে সব
হয়ে গেল তছনছ ।
আজ নদীর জল শুকিয়ে গেছে
পারাপারের কেউ নেই পাশে ।